রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী সোলার বিদ্যুৎ কেন্দ্রের কেবল চুরির সময় মো. আমির হোসেন খোকন নামে এক চোরকে আটক করে কেন্দ্রটির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা।
শনিবার (২৬ আগষ্ট) ভোরে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সোলার প্রকল্পের এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. আমির হোসেন খোকন কাপ্তাই নতুন বাজার জেলে পাড়া এলাকার মনির হোসেন এর ছেলে বলে জানা গেছে। এসময় তার থেকে ক্যাবল এবং ক্যাবল কাটার কাজে ব্যবহারিত কাটার উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারি পরিচালক (নিরাপত্তা) সাকাওয়াত কবির জানান, যেহেতু সে একটি কেপিআই এর মতো গুরুত্বপূর্ণ এলাকায় ডুকেছে সেক্ষেত্রে তাকে শুধু চোর বলা যাচ্ছেনা। সে একজন দুষ্কৃতিকারী ও হতে পারে, তার অন্যকোন মটিভ ও থাকতে পারে, বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি। তাকে থানায় হস্তান্তর হবে।
কাপ্তাই থানার ওসি (তদন্ত) নূরে আলম জানান, কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ আমাদের কাছে অভিযোগ দায়ের করলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ