কাতারে আজ (১২ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে এশিয়ার মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়ান কাপ।
প্রথম দিনেই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামকে লেবানন, খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।
২৪ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ১০ ফেব্রুয়ারি।
টুর্নামেন্টটি গত বছর চীনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিড নিয়ে চীনের কঠোর বিধিনিষেধের কারণে তা সরিয়ে নেয়া হয় কাতারে।
২০১৯ সালে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল কাতার।
এশিয়ান কাপ ফুটবলের সবচেয়ে সফল দল জাপান। সর্বোচ্চ চারবার এই শিরোপা জিতেছে সূর্যোদয়ের দেশটি। সৌদি আরব এই শিরোপা জিতেছে তিনবার। এবারের আসরে অভিষেক হচ্ছে তাজিকিস্তানের।
১৯৫৬ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টটিতে এর আগে কখনো খেলেনি তারা।
এসএ/দীপ্ত নিউজ