কাতার বিশ্বকাপ ফুটবলের মাসকটের নাম লা ইব বা দক্ষ খেলোয়াড়। আর বলের নাম আল রিহলা বা ভ্রমণ। এ ছাড়া ফুটবলপ্রেমীদের কাছে সাড়া ফেলেছে থিম সং- হায়া হায়া।
২০ বছর পর এশিয়ায় অনুষ্ঠিত হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। আয়োজক কাতার এবারের আসরের জন্য তৈরি মাসকটের নাম দিয়েছে লা ইব। আরবি এ শব্দের মানে, দারুণ দক্ষ খেলোয়াড়। সাদা রঙের কাতারি পোশাক পরা এক কিশোরের আদলে তৈরি করা হয়েছে লা ইবকে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লা ইব’ অ্যাডভেঞ্চার প্রিয়, মজাদার এবং সব বিষয়ে উৎসাহী।
বিশ্বকাপের উন্মাদনাকে আরো বাড়িয়ে দিয়েছে, থিম সং-হ্যায়া হ্যায়া। এর মাধ্যমে বিশ্বকে এক ছাতার নিচে আনার বার্তা দেওয়ার চেষ্টা করেছে ফিফা। ৩ মিনিট ২৬ সেকেন্ড দৈর্ঘ্যের গানটি গেয়েছেন নাইজেরিয়ান পপ স্টার ডাভিড আদেলেকে, যুক্তরাষ্ট্রের ত্রিনিদাদ কারডোনা ও কাতারি গায়িকা আয়শা।
প্রায় একমাসের এই ফুটবল লড়াই হবে যে বলটি দিয়ে তার নাম রাখা হয়েছে, আল রিহলা। যার অর্থ ভ্রমণ বা যাত্রা। ফিফার দাবি, বিশ্বকাপের ইতিহাসে এর আগে যত বল তৈরি হয়েছে, তার চেয়ে এটি বেশি গতিতে ছোটে।
আল রিহলা’য় ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ প্রযুক্তি। বলটিতে থাকছে, সিআরটি কোর এবং স্পিডশেল। যা ভিএআরকে আরো আধুনিক করে তুলবে। এতে নির্ভুলভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন রেফারি। পাকিস্তানের পাঞ্জাবের শিয়ালকোটে প্রস্তুত করা হয়েছে অ্যাডিডাসের তৈরি এবারের বল।