পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা ফুটবল বিশ্বকাপ।
আগামী ২০ নভেম্বর কাতারের আল খুরের আল বাইত স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে ইকুয়েডর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন ব্রিটিশ রক মিউজিক তারকা রবি উইলিয়ামস। তার সঙ্গে থাকবেন রাশিয়ার জনপ্রিয় শিল্পী আইদা গারিফুলিনা। তাদের সঙ্গে মঞ্চ কাপাবেন অপেরা আইকন প্লাসিদো ডমিঙ্গো। থাকবেন জনপ্রিয় শিল্পী জুয়ান দিয়েগো ফ্লোরেজ। রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে দুবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান হবে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। অনুষ্ঠানটি ৮০ হাজার দর্শক দেখার সুযোগ পাবেন। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা জানিয়েছে, এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে কিছুটা ভিন্ন আঙ্গিকে হবে।
মাসকট প্রদর্শন
চলতি বিশ্বকাপের অফিসিয়াল মাসকট লা’ইব। লা’ইব একটি আরবি শব্দ। এর অর্থ ‘সুপার-স্কিলড প্লেয়ার’ বা ‘অতি দক্ষ খেলোয়াড়’। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে ৪৫ মিনিটের আতশবাজির ঝলকানিতে। এর পরপরই মাঠে নামবেন স্বাগতিক কাতার ও ইকুয়েডরের ফুটবলাররা।