বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ-হত্যার প্রতিবাদে যশোরে মোমবাতি প্রজ্বলন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কলকাতার আর জি কর হাসপাতালের চিকিৎসক মৌমিতা দেবনাথ ধর্ষণহত্যার প্রতিবাদে যশোরে সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছে সাধারন শিক্ষার্থীরা।

শনিবার (১৭ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারি এমএম কলেজের চেতনায় চিরঞ্জীব ভাষ্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এম এম কলেজ, সিটি কলেজ, মহিলা কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুল হক খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক রাশেদ খান, রুবাইয়াসহ শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, প্রতিবেশী দেশে একজন চিকিৎসকের উপর যে পাশবিকতা চালানো হয়েছে তা খুবই অমানবিক। এ থেকে বাংলাদেশের মানুষদের শিক্ষা নিতে হবে এবং সচেতন থাকতে হবে। এসময় বাংলাদেশে গত ১৫ বছরে ধর্ষণযৌন নিপীড়নের প্রতিটি ঘটনার বিচার দাবি করা হয়।

জুবায়ের/ / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More