ঈদ ও বৈশাখের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। দক্ষিণাঞ্চল থেকে রাজধানী মুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা কিছু বরিশাল নদী বন্দরে।
সপ্তাহব্যাপী ছুটি শেষ হওয়ায় অতিরিক্ত যাত্রীদের চাপে তিল ধরনের ঠাঁই নেই বৃহদাকৃতির লাঞ্চ গুলোতে। বরিশাল বন্দর থেকে প্রতিদিন দুটি লঞ্চের পরিবর্তে এখন নিয়মিত চলাচল করছে ১০ থেকে ১২ টি লঞ্চ।
বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন জানান, লঞ্চ ছাড়ার নির্দিষ্ট সময়ের পূর্বেই লঞ্চ গুলো যাত্রীদের পরিপূর্ণ হয়ে যাওয়ায় নৌবন্দর ত্যাগ করানো হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হচ্ছে।
বরিশাল নদী বন্দরের পরিদর্শক রিয়াজ হোসেন জানান, কোন লঞ্চ যাতে অতিরিক্ত যাত্রী বহন না করতে পারে এজন্য বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বরিশাল নদী বন্দরের অবস্থান করছেন।
এদিকে নৌবন্দর এবং লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রীদের চাপ থাকলেও নিরাপত্তা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।
মর্তুজা / আল / দীপ্ত সংবাদ