বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ এমভি পানাগিয়া কানালা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় মংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর এ্যাংকোরেজে নোঙ্গর করে জাহাজটি। পরে দুপুর থেকে লাইটার জাহাজে কয়লা খালাস ও পরিবহণের কাজ শুরু করা হয়।
শিপিং এজেন্ট টগি শিপিং এন্ড লজিস্টিক লিমিটেডের সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা। জাহাজটি বৃহস্পতিবার বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ১১ নম্বর এ্যাংকোরেজে নোঙ্গর করার পর দুপুর থেকে লাইটার জাহাজে কয়লা খালাস করে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে পরিবহণের কাজ শুরু হয়েছে। জেটি থেকে এ কয়লা সংরক্ষণ করা হবে বিদ্যুৎ কেন্দ্রটির কোল সেডে।
১০ জুন চীনের পতাকাবাহী এমভি জে হ্যায় জাহাজে করে ইন্দোনেশিয়া থেকে ২৬ হাজার ৬২০ মেট্রিক টন কয়লা, ১৬ মে বাংলাদেশী পতাকাবাহী এমভি বসুন্ধরা ইমপ্রেসে জাহাজে করে ৩০ হাজার মেট্রিক মট্টিক টন ও ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজে করে ৩০ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা মোংলা বন্দরের মাধ্যমে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়।
রামপাল বাংলাদেশ–ভারত মৈত্রী তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, বর্তমানে এই বিদ্যুৎ কেন্দ্রে কোনো কয়লা কোন সংকট নেই। এক মাসের পর্যাপ্ত কয়লা মজুদ রয়েছে। আরো কয়লা আমদানি করা হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।
মামুন আহমেদ/ শায়লা/ দীপ্ত নিউজ