সারা দেশের মতো চুয়াডাঙ্গায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলো।
রবিবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। চলবে বেলা ১টা পর্যন্ত। প্রথম দিন বাংলা ১মপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা উপলক্ষে প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা ও পরীক্ষার স্বার্থে আধা ঘণ্টা আগেই অর্থাৎ সকাল সাড়ে ৯টার সময় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হয়। এ সময় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশনের কাগজ দেখে দেখে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়।
এ বছর চুয়াডাঙ্গা জেলার ৩০টি কেন্দ্রে মোট ১৩ হাজার ৩শ ৬৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ১৭টি পরীক্ষা কেন্দ্রে মোট ১০ হাজার ৬৭৫ জন সাধারণ ৮টি কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার্থী ১ হাজার ৪৯৩ জন এবং ৫টি কেন্দ্রে ১ হাজার ১৯৯ জন দাখিল পরীক্ষায় অংশ নেবে। এ বছর চুয়াডাঙ্গা সদর উপজেলার ৭টি কেন্দ্র, জীবননগর উপজেলার ৯টি কেন্দ্রে দামুড়হুদা উপজেলার ৭টি কেন্দ্রে ও আলমডাঙ্গা উপজেলার ৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এফএম/দীপ্ত সংবাদ