রোগীর মৃত্যুকে কেন্দ্র হাসপাতালে ভাংচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
সোমবার (২১ আগস্ট) রাতে কর্মবিরতি ঘোষণার পরপরই হাসপাতালের দায়িত্ব পালন থেকে বিরত রয়েছেন সব ইন্টার্ন চিকিৎসক। হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘট অব্যাহত রয়েছে।
হাসপাতালটিতে এক রোগী মৃত্যুর ঘটনায় হেনস্তার কারণে এ ধর্মঘট করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এরফলে, বেশ দুর্ভোগে পড়তে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। ব্যাহত হচ্ছে হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা।
হাসপাতালের পরিচালক জানান, ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। চিকিৎসকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি।
আল আমিন/ দীপ্ত সংবাদ