ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজায় এক হাজার ‘বডি–ওর্ন ক্যামেরাসহ’ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির গণমাধ্যম শাখার উপ–কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তাসহ সার্বিক বিষয় মাথায় রেখে শহিদ ওসমান হাদির নামাজে জানাজা উপলক্ষে এক হাজার ‘বডি–ওর্ন ক্যামেরাসহ’ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।
শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহিদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিপুল সংখ্যক লোক সমাগম হবে। ফলে এ সময় মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত থাকবে।
তার নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।
এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।
এর আগে, সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি–৫৮৫ ফ্লাইটটি রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি।