মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার (২২ অক্টোবর) প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশ নিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি। সাকিব–তাসকিনরা মাঠে নামলেও, হেড কোচ হাথুরু যোগ দেননি অনুশীলনে। মুম্বাইয়ে, মঙ্গলবার সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা তো দূরে থাক, মুম্বাইয়ের আবহাওয়া সম্পর্কেই খুব একটা ধারণা ছিলো না বাংলাদেশ দলের। তাই সমুদ্রপারের আর্দ্রতাতেই যেনো কাবু হওয়ার শঙ্কা ছিলো। এ কারণে, নির্ধারিত সময়ের ৫০ মিনিট আগেই শুরু অনুশীলন।
অনুশীলনে দলের সব সদস্য অংশ নিলেও মাঠে ছিলেন না হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হোটেলেই ছিলেন তিনি।
হাথুরুর থাকা না থাকা নিয়ে দুশ্চিন্তা নেই। যাদের নিয়ে দুশ্চিন্তা ছিলো, সেই সাকিব আর তাসকিনকে মাঠে দেখে কেটে যায় শঙ্কা। অবশ্য একবার সাকিবের অস্বস্তি চোখে পড়েছে। বড় শট খেলার চেষ্টা করেছেন ব্যাটাররা। তবে মাঠে এর কত ভাগ কাজে লাগাতে পারবেন, তার ওপর নির্ভর করবে দলের সাফল্য।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে এখনও বড় এক রহস্য বাংলাদেশের দলের জন্য। সমুদ্রতীরের এই মাঠের আবহাওয়া–কন্ডিশন এখনও সুখকর অনুভূতি দিচ্ছে না বাংলাদেশ দলকে। তবে শচীন–ধোনিদের শেষবার শিরোপা জয়ের ঐতিহাসিক মাঠ থেকে সুখস্মৃতি নিয়ে ফিরতে এখন পুরোপুরি প্রস্তুত সাকিবের দল। সাকিবের নিজের খেলা নিশ্চিত না হলেও, দলের সবাই মানছেন, মাত্র একটি জয়, পাল্টে দিতে পারে, পুরো দলের মানসিকতা।
আল/ দীপ্ত সংবাদ