ওমানে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি জানান, দেশটিতে বসবাসরত প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার সময়সীমা আরও পাঁচ মাস বাড়ানো হয়েছে। ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা বৈধতার জন্য আবেদন করতে পারবেন।
বুধবার (৩০ জুলাই) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে আসিফ নজরুল লেখেন, “ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরমধ্যে কেউ নিজ থেকে বৈধ হওয়ার জন্য যোগাযোগ করলে জরিমানাও দিতে হবে না। যাদের বৈধ কাগজ নেই, তাদের এ সুযোগ গ্রহণ করার অনুরোধ করছি। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।”
ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজন বিবেচনায় সময়সীমা বাড়ানো হয়েছে। এর ফলে আরও অধিকসংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতার সুযোগ পাবেন।