পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
শুক্রবার (৭ নভেম্বর) নিজ ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
পোস্টে সারজিস লিখেন, ‘আসসালামু আলাইকুম। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের আমন্ত্রণে এবং সার্বিক ব্যবস্থাপনায় গতকাল আমি মিশরের উদ্দেশ্যে রওনা হয়েছি।
এই সফরের অংশ হিসেবে প্রথম তিনদিন সৌদি আরবে এবং পরবর্তীতে তিনদিন মিশরে অবস্থান করবো ইনশাআল্লাহ।
তিনি লিখেন, ‘এ সময় দুই দেশের প্রবাসী ভাইবোন, অভ্যুত্থানের সহযোদ্ধা এবং শুভাকাঙ্ক্ষীদের সাথে মতবিনিময় করবো। পাশাপাশি আল–আজহার বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করবো।’
এনসিপি এ নেতা আরও উল্লেখ করেন, ‘এছাড়াও মিশরের রাফা সীমান্তে শরণার্থী শিবিরে অবস্থানরত ফিলিস্তিনি ভাই–বোনদের জন্য স্বেচ্ছাসেবী মূলক কিছু কাজে অংশগ্রহণ করারও কথা রয়েছে। দু‘আ চাই।’
এসএ