আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের পোস্টার বয় সাকিব আল হাসান।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ধানমণ্ডিরতে আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব। এর ঘণ্টাখানেক পর প্রায় ৬টা ৫০ মিনিটে কার্যালয় থেকে বেরিয়ে যান তিনি।
ওবায়দুল কাদের ও সাকিব আল হাসানের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে নেমে সাকিব আ.লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কক্ষে যান। কক্ষে যাওয়ার পরে সাকিব, ওবায়দুল কাদেরের সঙ্গে কুশল বিনিময় করেন, ছবি তোলেন। পরে আ.লীগের দপ্তর সম্পাদকের রুমে প্রায় আধা ঘণ্টা ধরে বৈঠক করেন তারা।
জানা গেছে, মনোনয়ন সংক্রান্ত কারণেই ধানমণ্ডির কার্যালয়ে যান সাকিব। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে অংশ নিতে ঢাকা–১০ এবং মাগুরা–১ ও ২ আসনের মনোনয়ন ফরম কিনেছিলেন সাকিব।
গত ১৮ নভেম্বর তিনি এই ফরম সংগ্রহ করে ২১ নভেম্বর দুপুরের পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন ফরম জমা দেন সাকিব।
এসএ/দীপ্ত নিউজ