এসিআই রাইস বিজনেস গত ১৭ ডিসেম্বর ২০২২ ইং তারিখে এসিআই সেন্টারের কনফারেন্স হলে দেশের চাল ব্যবসায়ীদের জন্য আয়োজন করে উইন্টার ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৫০০ জন চাল ব্যবসায়ী ও এসিআই রাইস বিজনেসের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন। শীতের আগমনী উৎসবের আমেজ তাদের ডিস্ট্রিবিউটরদের সাথে ভাগ করে নিতে এসিআই মনোজ্ঞ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন এবং বিজনেস ম্যানেজার জনাব জহিরুল ইসলাম, সিনিয়র জিএম ইন্সটিটিউশন সেলস অবন্তি কুমার সরকার, ন্যাশনাল সেলস ম্যানেজার রাহাত আলী পাটোয়ারী, এবং ব্র্যান্ড ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম রুমি সহ বিভিন্ন ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শতভাগ বিশুদ্ধ খাদ্যপন্য সরবরাহে অঙ্গীকারাবদ্ধ এসিআই তাদের এসিআই পিওর ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, লবণ, মশলা, ভোজ্যতেলের ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় ২০১৬ সনে এসিআই পিওর চাল বাজারে আনে। নওগাঁ জেলার মহাদেবপুর, দিনাজপুর এবং বগুড়াতে অবস্থিত সর্বাধুনিক ৫টি ফ্যাক্টরীতে উৎপাদিত পণ্য চালের বাজারে পন্যমান উৎকর্ষতার এক নব দিগন্ত উন্মোচন করে। গুনগতমান, দৃষ্টিনন্দন প্যাকেজিং, ও সময়োপযোগী বিক্রয় প্রসার কর্মকান্ডের মাধ্যমে ইতোমধ্যেই এসিআই চাল ভোক্তার পছন্দের শীর্ষ স্থান দখল করে নিয়েছে। অনুষ্ঠানের প্রধান আকর্ষন শীতের পিঠা দিয়ে আগত অতিথিদের স্বাগত জানানো হয়। এ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে।
বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন এসিআই লিমিটেডের বিজনেস ডিরেক্টর ফারিয়া ইয়াসমিন