চলতি বছরের এসএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থী, পরীক্ষা কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৫ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, গত বছরের তুলনায় ৫০ হাজার ২৯৫ জন বেড়ে এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা যথাক্রমে বেড়ে হয়েছে ৩ হাজার ৮১০ এবং ২৯ হাজার ৭৯৮টি।
এবার পরীক্ষা চলাকালীন ২৬ মে থেকে ২৩ মে পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁসের অপচেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
কোভিড–১৯ অতিমারির কারণে গত দুই বছর ধরে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে চলতি বছরের পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আর সময়সূচি ঘোষণা করেছে বোর্ড। সময়সূচি অনুযায়ী আগামী রবিবার (৩০ এপ্রিল) শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা।
ডা. দীপু মনি জানান, চলতি বছর সিলেবাস পুনর্বিন্যাসকৃত হলেও, সব বিষয়ে ৩ ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত না–কি পুরো সিলেবাসে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।
এমি/দীপ্ত