বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। রবিবার (১৮ জানুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো–চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল এবং এশিয়ান টিভির সিইও মো. জাহিদ ইবনে রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরী প্রমুখ।
কেক কাটা অনুষ্ঠানের আগে রূপায়ণ গ্রুপের কো–চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রূপায়ণ গ্রুপ তথ্য প্রযুক্তি ও মিডিয়ায় বিনিয়োগের মাধ্যমে স্বাধীন তথ্যপ্রবাহ নিশ্চিত করতে কাজ করছে। এশিয়ান টিভি ও দৈনিক দেশ রূপান্তর তার বাস্তব উদাহরণ। আমরা সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অনুষ্ঠান সম্প্রচারে অগ্রসর হওয়ার আহবান জানাচ্ছি। ২০২৬ সালে এশিয়ান টিভির অনুষ্ঠান ও নিউজ বিভাগকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এশিয়ান টিভির সিইও জাহিদ ইবনে রশিদ বলেন, আগামী দিনে দর্শকরা বিভিন্ন প্রিয় অনুষ্ঠান মালা এশিয়ান টিভির পর্দায় দেখতে পাবেন।
দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, গণমাধ্যম স্বাধীন থাকলে দেশে গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব। এশিয়ান টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের কল্যাণে অব্যাহত কাজ করবে।
প্রতিষ্ঠাবর্ষিকীতে দিনভর নানা অনুষ্ঠানমালা আয়োজন করা হয়, যা এশিয়ান টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারিত হয়।