কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে ৩–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ৩–২ ব্যবধানে জয় পাওয়ায় দুই লেগ মিলিয়ে ৬–৩ গোলের ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্লিং হালান্ড ও কেভিন ডি ব্রুইনেকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত ম্যানচেস্টার সিটিকে ভুগিয়েছে। ২০১৮ বিশ্বকাপজয়ী ফরাসি তারকা এমবাপ্পে অসাধারণ পারফরম্যান্সে ফের পেপ গার্দিওলার শিষ্যদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ধাপে নিয়ে গেছেন রিয়ালকে।
বার্নাব্যুর সবুজ গালিচায় এমবাপ্পেকে থামানোর কোনো উপায়ই খুঁজে পায়নি সিটি। ম্যাচের মাত্র চার মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। এরপর ৩৩তম মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিশ্চিত করেন এই ফরাসি ফরোয়ার্ড।
৬১তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে, যা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার ২৮তম গোল। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার তৃতীয় হ্যাটট্রিক। শেষ দিকে ম্যানচেস্টার সিটির নতুন সাইনিং নিকো গঞ্জালেস একটি গোল শোধ করলেও তা শুধুই সান্ত্বনা হয়ে থেকেছে।
এদিকে, প্রথম লেগের মতো ফিরতি লেগেও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে ব্রেস্টকে ৭–০ গোলে হারিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। দুই লেগ মিলিয়ে ১০–০ গোলের বিশাল ব্যবধানে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি।
অন্যদিকে, পিএসভির কাছে ৩–১ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে জুভেন্টাস। স্পোর্টিং সিপির সঙ্গে গোলশূন্য ড্র করলেও প্রথম লেগে ৩–০ ব্যবধানে জেতায় শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড।