সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

এমপির ছেলের নির্দেশে ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

নরসিংদীর রায়পুরায় স্থানীয় এমপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে শোক দিবস ও জাতির পিতার শাহাদাৎ বার্ষিকির অনুষ্ঠান পালন করায় এক ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভূক্তভোগী ছাত্রলীগ নেতা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে, স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ পার্থর নির্দেশে বিনা অপরাধে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রবিবার (২০ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের কার্য্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন এ এমন অভিযোগ করেন অব্যাহতি পাওয়া রায়পুরা পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল হক তানভীর।

শোক দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকারের উদ্যোগে আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে ১২০টি মটর সাইকেল নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীসহ শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

তিনি জানান,রায়পুরায় বিভিন্ন উপজেলার ৩দিন ব্যাপি জাতির পিতার ৪৮তম শাহাদাৎ বার্ষিকীর প্রোগ্রাম সফল ভাবে সম্পন করি। এতে স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহম্মেদ প্রার্থ তাঁর উপর ক্ষিপ্ত হয়। এরই প্রেক্ষিতে এমপির ছেলের নির্দেশে রায়পুরা পৌরসভা ছাত্রলীগ গত শুক্রবার কোন রকম কারন দর্শানো ছাড়াই বিনা দোষে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে পদ থেকে অব্যাহতি প্রদান করে। এতে তৃনমূল ছাত্রলীগ কর্মীরা মর্মাহত হয়েছে। তিনি প্রধানমন্ত্রী,কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের নিকট সুষ্ঠ তদন্তের দাবী ও বহিস্কার প্রত্যাহারের অনুরোধ জানান।

স্থানীয় এমপি রাজিউদ্দিন আহমেদ রাজুর ছেলে রাজিব আহমেদ পার্থ অভিযোগ অস্বীকার করে বলেন,তার বহিস্কারের ব্যাপারে আমি কিছুই জানিনা। আমি কাউকে বহিস্কার করতে নির্দেশ দেইনি। আপনারা পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুলের সাথে কথা বলেন।

রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরীর সাথে তার ব্যাবহৃত নাম্বারে যোগাযোগ করলে তার নাম্বার বন্ধ পাওা যায়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা সম্পাদক আশিক আফজাল সজীব,রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির,রায়পুরা পৌরসভা আওয়ামী যুবলীগ সভাপতি কামাল মোল্লা,রায়পুরা উপজেলা ছাত্রলীগ সাবেক সিনিয়র সহসভাপতি তাপস কুমার বিশ্বাস,রায়পুরা পৌরসভা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,রায়পুরা উপজেলা মৎসজীবী লীগ সভাপতি সিরাজুল হক পায়েল,সাধারণ সম্পাদক এনামুল হক আরমান,রায়পুরা পৌরসভা মৎসজীবি লীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, রায়পুরা পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি তানভীর আহমেদ, যুগ্মসাধারণ সম্পাদক ফারদিন আহমেদ প্রমূখ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More