তিন দফা দাবিতে আন্দোলনের অংশ হিসেবে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা।
বুধবার (১৫ অক্টোবর) পুলিশ ব্যারিকেড ভেঙে দুপুর ২টার দিকে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে শাহবাগ মোড় এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১টা ৪০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা দেন এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। স্লোগান দেন, ‘বেতন নিয়ে টালবাহানা চলবে না’, ‘আমি কে, তুমি কে শিক্ষক শিক্ষক’, ‘প্রজ্ঞাপন দিতে হবে’।
এর আগে, মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে ৩ দফা দাবি আদায়ে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
এসএ