বিজ্ঞাপন
মঙ্গলবার, মে ১৩, ২০২৫
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

এভিয়েশন ফুয়েলের দাম কমল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশীয় বাজারে বিমানে ব্যবহৃত এভিয়েশন ফুয়েল বা জেট এ১ এর দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতার ক্ষেত্রে প্রতি লিটারে ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩.৫৭ টাকা এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি ও বিদেশি ক্রেতার থেকে প্রতি লিটার ০.৭৫০০ ডলার (সেন্ট) থেকে কমিয়ে ০.৬০৬৬ ডলার (সেন্ট) নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে সংবাদ সম্মেলনে করে নতুন দর ঘোষণা দিয়েছেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। আজ রাত ১২টা থেকে এ দাম কার্যকর হবে।

ঘোষণায় বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩ এর ধারা ২২() ও ৩৪ এ প্রদত্ত দায়িত্ব ও ক্ষমতাবলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের (পিওসিএল) প্রস্তাবের বিষয়ে আগ্রহী পক্ষদেরকে গণশুনানি দিয়ে সকল তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভোক্তাপর্যায়ে জেট এ১ এর শুল্ক ও মূসকসহ এবং শুল্ক ও মূসকমুক্ত মূল্যহার পুনর্নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইটে শুল্ক ও মূসকসহ জেট এ১ এর মূল্যহার প্রতি লিটার ৯৩.৫৭ টাকা এবং দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোর আন্তর্জাতিক ফ্লাইটে শুল্ক ও মূসকমুক্ত জেট এ১ এর মূল্যহার প্রতি লিটার ০.৬০৬৬ মার্কিন ডলার র্নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া বিপিসি মজুতকরণ ও বিপণন চার্জ প্রতি লিটার ৪.০৪ টাকা এবং জেট এ(এভিয়েশন ফুয়েল) বিপণনে পিওসিএল বিপণন চার্জ প্রতি লিটার ০.৮৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ফ্লাইটে দেশিবিদেশি ক্রেতারা হলো হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরচট্টগ্রাম, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরঢাকা, যশোর বিমানবন্দর, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরসিলেট, কক্সবাজার বিমানবন্দর ও ভবিষ্যতে চালুতব্য বিমানবন্দর।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইআরসি সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার প্রমুখ।

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More