বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫

এবারও বিএনপির মনোনয়ন পেলেন না রুমিন ফারহানা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ২৩৭ আসনের পর আরও ৩৬ আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এবারও মনোনয়ন দেওয়া হয়নি বিএনপির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে। যদিও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া২ ও ব্রাহ্মণবাড়িয়া৬ আসনে বিএনপি এখনও প্রার্থী দেয়নি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন ৩৬টি আসনের প্রার্থী ঘোষণা করেন।

এ পর্যন্ত দলটি মোট ২৭২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। ফাঁকা রাখা ৬৩ আসনের মধ্যে ৩৬ আসনের প্রার্থী ঘোষণা করল দলটি। এখনও ফাঁকা আছে ২৮টি।

এরমধ্যে ঠাকুরগাঁও–২ আসনে ডা. আব্দুস সালাম, দিনাজপুর–৫ আসনে এ কে এম কামরুজ্জামান, নওগাঁ–৫ জাহিদুল ইসলাম ধলু ও নাটোর–৩ আসনে মো. আনোয়ারুল ইসলাম বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া সিরাজগঞ্জ–১ আসনে সেলিম রেজা, যশোর–৫ আসনে এম ইকবাল হোসেন, নড়াইল–২ আসনে মনিরুল ইসলাম, খুলনা–১ আসনে আমির এজাজ খান, পটুয়াখালী আসনে মোহাম্মদ শহিদুল আলম তালুকদার, বরিশাল–৩ আসনে জয়নাল আবেদীন ও ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামাল বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে টাঙ্গাইল–৫ আসনে সুলতান সালাহউদ্দিন টুকু, ময়মনসিংহ–৪ আসনে আবু ওহাব আখাদ আলী, কিশোরগঞ্জ–১ আসনে মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ–৫ আসনে মো. মুজিবুর রহমান ইকবাল, মানিকগঞ্জ–১ আসনে এস এ জিন্নাহ কবির ও মুন্সিগঞ্জ–৩ আসনে মো. কামরুজ্জামান বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More