রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

এবারই প্রথম দেশবাসীকে যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে পেরেছি: কাদের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারই প্রথম দেশবাসীকে যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে পেরেছি।

শুক্রবার (২১ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ওভারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

কাদের বলেন, আগামীকাল শনিবার ঈদুল ফিতর হলে ঈদযাত্রা আজকে শেষ হবে। এবার একটা ব্যতিক্রম হলো, বিগত কয়েক বছরের মধ্যে এবারই যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে পারলাম দেশবাসীকে। এটা আমাদের জন্য স্বস্তিদায়ক। এর মধ্যে পদ্মা সেতুতে মোটরবাইক চালু করে ষোলোকলা পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার সবার মনে পূর্ণতা জুগিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিআরটি প্রকল্প নিয়ে ওবায়দুল কাদের বলেন, কোথাও কোনো ব্যর্থতা থাকলে, সেটা স্বীকার করার মতো সৎ সাহস আমার আছে। আমরা অনেক কাজ করেছি, পাহাড় থেকে সমতল পর্যন্ত আমরা সারা দেশে রোড কানেকটিভি দৃশ্যমান করতে পেরেছি। এখানে এ একটি প্রকল্পে গাজীপুরে ড্রেনেজ সিস্টেমটা অত্যন্ত দুর্বল। যে কারণে বৃষ্টি হলে এখানে পানি সরে না এবং এ প্রকল্পটা নেয়ার আগে এ বিষয়গুলো নিয়ে ভাবনাচিন্তা করলে ভালো হতো।

আগামী অক্টোবরনভেম্বর নাগাদ এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও পর্যন্ত অংশ খুলে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।‘এবারই প্রথম দেশবাসীকে যানজটমুক্ত ঈদযাত্রা উপহার দিতে পেরেছি। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেয়া দেশের তরুণদের জন্য প্রধানমন্ত্রীর উপহার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রা ও ঈদ শেষে আবার রাজধানীতে ফেরায় সময় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ মনিটরিং সেল কাজ করছে।’

 

এফএম/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More