এবার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার হালমাহেরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১টা ৩২ মিনিটে ভূকম্পন হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৯৯ কিলোমিটার গভীরে।
ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া খুবই ভূমিকম্পপ্রবণ এলাকা। প্রায়ই অঞ্চলটিতে ভূমিকম্প হয়ে থাকে। গত বছর ১৮ নভেম্বর ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩১০ জনের মৃত্যু হয়। এই দেশে পৃথিবীর ভূত্বকের বেশ কয়েকটি পৃথক টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। এমন একটি কম্পন প্রবণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েক হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়।