এবার কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভার্চুয়াল সংবাদ উপস্থাপিকা তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি সংবাদমাধ্যম। এই উপস্থাপকের মাধ্যমে অনলাইনে সংবাদ বুলেটিন পড়ার পরিকল্পনা করছে সংবাদমাধ্যমটি।
শনিবার (৮ এপ্রিল) কুয়েতের ইংরেজি দৈনিক কুয়েত টাইমসের সহযোগী কুয়েত নিউজের টুইটার অ্যাকাউন্টে ফেধা নামের এই ভার্চ্যুয়াল উপস্থাপিকার আত্মপ্রকাশ ঘটেছে। এতে দেখা যায়, একজন নারী; যার মাথা কাপড়ে ঢাকা, শরীরে কালো রঙের জ্যাকেট আর সাদা টি-শার্ট।
ছোট এক ভিডিওতে আরবি ভাষায় তাকে বলতে শোনা যায়, ‘আমি ফেধা, কুয়েতের প্রথম উপস্থাপক যিনি কুয়েত নিউজে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় কাজ করেন। আপনি কী ধরনের খবর পছন্দ করেন? আপনার মতামত জানান।’
উপসাগরীয় অঞ্চলের প্রথম ইংরেজি দৈনিক কুয়েত টাইমস ১৯৬১ সালে যাত্রা শুরু করে। কুয়েত টাইমসের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে কুয়েত নিউজ। উভয় সংবাদমাধ্যমের প্রধান উপ-সম্পাদক আব্দুল্লাহ বোফতাইন বলেন, ভবিষ্যতে ফেধা কুয়েতি উচ্চারণে কথা বলতে পারবে এবং তাদের সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে সংবাদ বুলেটিন উপস্থাপন করবে। টুইটারে কুয়েত নিউজের ফলোয়ার রয়েছে ১২ লাখ।
বোফতেন বলেন, কুয়েতের পুরোনো এবং জনপ্রিয় একটি নাম ফেধা। যা রূপালী অর্থ বোঝায়। আমরা সবসময় রোবটকে রূপালী এবং ধাতব রঙের সাথে কল্পনা করি। যে কারণে আমরা এই দুই বিষয়ের সমন্বয় করেছি।
ফেধার ১৩ সেকেন্ডের প্রথম ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বয়ে দিয়েছে। সাংবাদিকরাও এই ভিডিওটির প্রশংসা করেছেন।
তবে কুয়েতই প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি সংবাদ উপস্থাপিকা আনেনি। এর আগে, ২০১৮ সালে চীনের রাষ্ট্রায়ত্ত একটি বার্তা সংস্থা অনলাইনে সংবাদ পাঠের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় বানানো উপস্থাপিকা নিয়ে আসে।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ২০২২ সালের গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে কুয়েত ১৫৮তম স্থানে রয়েছে। সূত্র: বিবিসি।
এমি/দীপ্ত