পোল্যান্ড রাশিয়ার মিত্র বেলারুশের ভূখণ্ডে আক্রমণের পরিকল্পনা করছে। আর বেলারুশের ওপর কোনো ধরণের হামলা হলে তা রাশিয়ার ওপর হামলার সামিল হবে বলে জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২১ জুলাই) টেলিভিশনে দেয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অংশীদার প্রতিবেশী সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ বেলারুশ। সেইসঙ্গে পুতিনের ঘনিষ্ঠ মিত্র দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। তাই বেলারুশে যেকোনো ধরনের আঘাত হলে তা রাশিয়ার ওপর হামলার সমতুল্য বলে মন্তব্য করেছেন পুতিন। মিনস্কের ওপর হামলা হলে কঠোর জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এ সময় পোল্যান্ডের পশ্চিমাঞ্চলের উল্লেখযোগ্য ভূমি সাবেক সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিনের উপহার বলেও মন্তব্য করেন এ রুশ নেতা। যদিও পুতিনের এসব অভিযোগ অস্বীকার করেছে ওয়ারশ।
পুতিন বলেন, বেলারুশের ওপর কোনো ধরনের আগ্রাসন রাশিয়া ফেডারেশনের ওপর আগ্রাসন বলে গণ্য হবে। আমাদের হাতে থাকা সবকিছু দিয়ে তা প্রতিহত করা হবে।
এদিকে, রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার বেলারুশে অবস্থান নেয়ার পর থেকেই পোল্যান্ড তার পূর্বাঞ্চলীয় সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করেছে।
এক বিবৃতিতে দেশটির সামরিক কর্তৃপক্ষ জানায়, ওয়াগনার যোদ্ধারা পোল্যান্ড সীমান্তে বেলারুশের সৈন্যদের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে। সেকারণেই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা এবং শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে পোল্যান্ড। এছাড়া দেশটি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ায় তাদের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই ক্রমেই মস্কোর মাথাব্যাথার কারণ হয়ে উঠছে ওয়ারশ।
আফ/দীপ্ত নিউজ