দক্ষিণী সিনেমায় এবার নাম লেখালেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা ছাড়াও ছবিতে থাকবেন বলিউড এবং হলিউডের প্রথম সারির অভিনেতারাও। সেই ছবির পরিচালক আর ডি নাথ। তিনি নায়িকার আগামী ছবি ‘বিউটিফুল লাইফ’–এরও পরিচালক।
যদিও দক্ষিণী ছবি নিয়ে মুখ খুলতে নারাজ নায়িকা এবং পরিচালক। তারা জানিয়েছেন তাদের ‘বিউটিফুল লাইফের’কাজ নিয়ে। আর ডি নাথ নিজে চিত্রশিল্পী এবং ভাস্কর।
২৬ মে বড়পর্দায় আসছে ছবিটি। ঋতুপর্ণার বিপরীতে রয়েছেন টোটা রায়চৌধুরী। এছাড়াও রয়েছেন পরান বন্দ্যোপাধ্যায়, শ্রীলা মজুমদার প্রমুখ।
ইতোমধ্যেই একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ঋতুপর্ণার প্রথম দক্ষিণী ছবিটি।
সূত্র: আজকাল
এমি/দীপ্ত নিউজ