চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় বলেই ফিল্ডিং করতে গিয়ে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়তে হয় তারকা ওপেনার ফখর জামানকে। শঙ্কা ছিল ব্যাটিংয়ে নামতে পারেন কি না। নিয়মের মারপ্যাঁচে কিছুটা পরের দিকে ব্যাটিংয়ে নেমেছিলেন যদিও।
তবে এরই মধ্যে খবর, সর্বনাশা চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন ফখর জামান। আজ (২০ ফেব্রুয়ারি) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফখরের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে জিও নিউজ। তার জায়গায় দলে অন্তর্ভুক্তি হতে পারে ইমাম উল হকের। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানের বড় ব্যবধানে হারের পর টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তানের।
আল