আগামী নির্বাচনে আনসার আর বিজিবি দিয়ে সরকার ভোট চুরির পরিকল্পনা সাজিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১৮ মার্চ) বিকালে চট্টগ্রামের কাজির দেউরী দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসীচীর আয়োজন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।
আমীর খসরু বলেন, ‘আগামী নির্বাচনে আনসার আর বিজিবি দিয়ে সরকার ভোট চুরির পরিকল্পনা সাজিয়েছে। তবে, বিশ্ববাসী আজ বাংলাদেশের ওপর সতর্ক দৃষ্টি রাখছে৷ তাই অতীতের মতো এবার আর ভোট চুরি করে পার পাওয়া যাবে না।’
সরকারের এই ভোটচুরির প্রকল্পে অংশ না নিতে আইনশৃঙ্খলা বাহিনীর
সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অবৈধ সরকারের নির্দেশে যারা ভোট চুরি করার অপচেষ্টা করবে, ভবিষ্যতে তাদের স্থান হবে নাজিম উদ্দীন রোডের কারাগারে।’
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মহানগর বিএনপের সদস্য সচিব আবুল হাশেম বক্কর, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমবিআর/দীপ্ত সংবাদ