প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যাবে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) প্রতিনিধি দল।
সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত।
তিনি জানান, সাক্ষাৎকালে নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ এবং বর্তমান নির্বাচন পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এনসিপি প্রতিনিধি দল সাক্ষাৎ শেষে যমুনার বাইরে সাংবাদিকদের সামনে কথা বলবেন।
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন— নির্বাচন পরিচালনা কমিটি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটি প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।
এসএ