এনবিআর সংস্কার সংক্রান্ত অধ্যাদেশ সংশোধনে ঐকমত্যে পৌঁছেছে অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কর্মকর্তারা। ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন আনার আগ পর্যন্ত অধ্যাদেশটি কার্যকর করা হবে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
রবিবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে। এছাড়া, এনবিআরের বিদ্যমান দুই ক্যাডার—বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ)-এর স্বার্থ অক্ষুণ্ন রেখেই রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথকীকরণের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে আলোচনায় থাকবে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি, এনবিআর এবং সংশ্লিষ্ট অংশীজনরা।
অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ২২ মে জারি করা প্রেসনোটে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হলেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সাম্প্রতিক প্রতিক্রিয়া থেকে কিছু অস্পষ্টতা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে অধিকতর স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়েছে।
সরকার আশা প্রকাশ করেছে, এ ঘোষণার মাধ্যমে কর, ভ্যাট ও কাস্টমস বিভাগের কর্মকর্তা–কর্মচারীদের উদ্বেগ দূর হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো পুরোদমে রাজস্ব আহরণ ও সেবা কার্যক্রমে সক্রিয় হবে।