বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমরা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করতে চাই।
তিনি আরও বলেন, আমরা এত সংকীর্ণ নই যে, চেয়ারপারসনের মৃত্যুশোককে নির্বাচনের কাজে ব্যবহার করব। এই শক্তিকে আমরা জাতি বিনির্মাণে ব্যবহার করতে চাই।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ এসব কথা করেন।
বিএনপির সিনিয়র নেতা বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা ও বেদনা কখনোই পূরণ হবে না। তিনি গণতন্ত্রের জন্য নিজের জীবন, সন্তান ও পরিবার ত্যাগ করা এক বিশ্ব নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বেগম জিয়া আমাদের মাঝে নেই। কিন্তু তিনি মানুষের অন্তরে আছেন। গণতন্ত্রের মা হিসেবে খেতাব পেয়েছেন। তিনি বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের নেত্রী হিসেবে সব দলমতের ঊর্ধ্বে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন।
খালেদা জিয়ার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমানের পর খালেদা জিয়ার জানাজায় এত মানুষের ভালোবাসা দেখেছি। এতে বোঝা যায় দলের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেড়েছে। আমরা সত্যিকার অর্থে সে প্রত্যাশা পূরণ করতে পারব কিনা, সেই বিষয়ে শঙ্কিত।
খালেদা জিয়ার মৃত্যুর পর আসন্ন নির্বাচনে তার মনোনয়নের বিষয়ে তিনি আইনি দিকটি তুলে ধরেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, তার আইনগত সত্ত্বাও নেই। সুতরাং তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষিত হবে। বিকল্প প্রার্থী দেওয়া আছে, বাছাইয়ে টিকলে তারাই প্রার্থী হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থা সম্পর্কে সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি বাবা–মা–ভাই হারিয়ে একা হয়ে গেছেন। তিনি আমাদের কাছে এখন আমানত। একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, এর কোন বিকল্প নেই।
সালাহউদ্দিন আহমেদ দলকে ঐক্যবদ্ধ রাখার ওপর জোর দিয়ে বলেন, আমাদের সীমিত সাধ্যের মধ্যেই সবাইকে সঙ্গে করে জাতিকে এগিয়ে নিতে হবে।