তিন ম্যাচ হারায় বাংলাদেশি ভক্তদের অনেকেই মনে করছেন সাকিবদের বিশ্বকাপ সম্ভাবনা এখানেই শেষ। তবে অধিনায়ক সাকিব এখনই হতাশ হচ্ছেন না। দর্শকদের বললেন, এত তাড়াতাড়ি হতাশ হবেন না, সুযোগ আছে এখনো। শেষ হলে মন খুলে হতাশা প্রকাশ করবেন।
সোমবার (২৩ অক্টোবর) মুম্বাইতে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘এখনও সম্ভাবনা আছে (সেমিফাইনাল খেলার)। আমি যেটা বললাম যে, আমরা না পারলে অন্যরা আমাদের সাহায্য করছে। এরকম যদি হতে থাকে আর আমরা যদি নিজেদের একটু সাহায্য করতে পারি। কাগজে–কলমে যদি আপনি দেখেন, এখনও খুব ভালো সুযোগ আছে আমাদের। এত তাড়াতাড়ি হতাশ হবেন না, শেষ হলে মন খুলে হতাশা প্রকাশ করবেন।’
বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার পর থেকে সংবাদমাধ্যমের সামনে আসেননি সাকিব আল হাসান। ভারতে গিয়ে আইসিসির ক্যাপ্টেনস ডে অনুষ্ঠানে এলেও ম্যাচের আগে–পরে কোনো সংবাদ সম্মেলনে আসেননি। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে আজই প্রথম সংবাদ সম্মেলনে এলেন সাকিব। স্বাভাবিকভাবেই তাঁকে সামনে পেয়ে সাংবাদিকেরা মেলে ধরেছেন প্রশ্নের ঝাঁপি। তাঁর ফিটনেসের অবস্থা নিয়েও প্রশ্ন করা হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচে খেলতে না পারা সাকিবকে।
নিজের ফিটনেস নিয়ে সাকিব যা বললেন, সেখানে স্পষ্ট ইঙ্গিত ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর খেলার। সাকিব খেললেও অবশ্য আগামীকাল খেলবেন না তাসকিন আহমেদ। সাকিব জানিয়েছেন, কাঁধের চোটের কারণেই এ ম্যাচে খেলা হচ্ছে না এই পেসারের। সাকিবের মতো তাসকিনও আগের ম্যাচে ছিলেন না।
সংবাদ সম্মেলনের প্রথম প্রশ্নটাই ছিল সাকিবের ফিটনেস নিয়ে। এর উত্তরে তিনি বলেছেন, ‘ফিটনেসের আপডেট হচ্ছে, গতকাল যখন অনুশীলন করেছি নেতিবাচক কিছু অনুভব করিনি। আজকেও অনুশীলন করব (বাংলাদেশের অনুশীলন ছিল সাকিবের সংবাদ সম্মেলনের পর)। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ফিট ইনশা আল্লাহ।’
মোরশেদ আলম/দীপ্ত নিউজ