সুপার এইটে সেমিফাইনালের লড়াই জমে উঠেছে। এতে বড় চমক দেখিয়েছে আফগানিস্তান। প্রথমবার টি–টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে রশিদ বাহিনী। অজিদের এমন হারের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়েও বিদায়ের শঙ্কায় আছে ভারত।
এদিকে টানা ২ হারের পরও সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ। এজন্য দুটি সমীকরণ মেলাতে হবে শান্তদের। আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিতে হবে টাইগারদের। রশিদের হারানোর পাশাপাশি ভারতের জয়ের জন্যও প্রার্থনা করতে হবে। অজিদের হার এবং নেট রান রেটে এগিয়ে থাকলেই সেমির টিকিট পাবে হাথুরুর শিষ্যরা।
চলতি বিশ্বকাপে শুরু থেকেই সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান। মাঝে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে হারলেও ধারাবাহিক পারফরম্যান্সে ভাটা পড়েনি আফগানদের। অজিদের বিপক্ষেও নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে রশিদ খানরা। শক্তিশালী দলটিকে ১২৭ রানেই আটকে দিয়েছে তাদের বোলিং লাইনআপ।
সুপার এইটে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। ২ পয়েন্টে নেট রানরেটে এগিয়ে থেকে দুইয়ে অজিরা। শূন্য পয়েন্টে চারে বাংলাদেশ। আর এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিনে (রানরেট –০.৬৫০) আছে রশিদ খানের দল।
এদিকে ভারত যদি অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে যায়, তাহলে আফগানদের হারালেও লাভ হবে না বাংলাদেশের। তখন সমান ৩ ম্যাচে সমান ৪ পয়েন্টে সেমিতে উঠে যাবে অস্ট্রেলিয়া এবং ভারত। বাংলাদেশ আফগানদের হারালেও সমান ২ পয়েন্ট নিয়ে দুই দলেরই বিদায় নিশ্চিত হবে।
বাংলাদেশের বিপক্ষে আফগানরা জিতলে এবং অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে জয় পেলেও আফগানদের সুযোগ আছে। তখন সামনে আসবে নেট রানরেটে হিসাব–নিকাশ। অস্ট্রেলিয়া ভারতকে ১ রানে হারালে, অজিদের টপকাতে বাংলাদেশকে ৩৬ রানে হারাতে হবে আফগানদের।
এজে / আল / দীপ্ত সংবাদ