বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

এখনও শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি: পরিকল্পনা মন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, এখনও শতভাগ নির্বাচনী পরিবেশে তৈরি হয়নি। মাঠপর্যায়ে আমরা ঘুরে দেখছি ৮০ থেকে ৯০ ভাগ পরিবেশ তৈরি হয়েছে। তবে নির্বাচন যত ঘনিয়ে আসবে, মানুষের মাঝে আনন্দউদ্দীপনা বাড়তে থাকবে। দেশের মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। উন্নয়নের আওয়ামী লীগ সরকারকে তারা আবারও ক্ষমতায় আনবেন।

রবিবার (৫ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ সুনামগঞ্জের নতুন ভবনে পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, হরতালঅবরোধে দেশের অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হচ্ছে। রাজনীতির নামে দেশে যারা অশান্তি সৃষ্টি করছে তারা হয়তো ভুলে গেছেন বাংলার মানুষ লড়াই করে স্বাধীনতা অর্জন করেছিল। প্রয়োজনে আবারও লড়াই করে উন্নয়নের সংগ্রাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চালিয়ে যাবে।

মন্ত্রী বলেন, ‘আমি হাওর ও কৃষকের সন্তান, আমার গ্রামে জন্ম। বাংলাদেশের ৮০ ভাগ মানুষ গ্রামে বাস করে। হাওরে আমরা কয়েক লাখ মানুষ বাস করে। সুনামগঞ্জে ৫০০ শয্যার একটি হাসপাতাল হবে আমরা চিন্তাও করিনি। হাওরবাসীর স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা এত দিন অস্থায়ী জায়গায় কষ্ট করে ক্লাস করছেন। আজ নুতন ভবণে ক্লাস শুরু।’


পরে মন্ত্রী মেডিক্যাল কলেজের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More