মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদেরকে অনুপ্রেরণা যুগিয়েছে। এই পথ ধরে স্বাধীনতা পেয়েছি। এই পথ ধরেই দীর্ঘ ১৬ বছরের ভয়ঙ্কর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে হটিয়েছি। আর যাতে কোনো ফ্যাসিবাদের উত্থান না ঘটে একুশের চেতনা থেকে সে শিক্ষা নিতে হবে।
বিএনপি এ নেতা আরও বলেন, ন্যায়বিচার, সাম্য, সমধিকার নিশ্চিত করতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন দিতে হবে।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়।
‘জনগণের পক্ষের কোনো রাজনীতিবিদ কখনও পালায় না উল্লেখ করে রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত। আপনার দেখেছেন এতো উৎপীড়ন এতো অত্যাচার এতো বন্দিত্ব.. তারপরও তিনি তার জনগণ আর দেশে ছেড়ে যাননি। এটাই বিএনপি সাথে তাদের পার্থক্য।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এই সরকারের দায়িত্ব হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করা, তার সঙ্গে আরও কিছু আনুষঙ্গিক কাজ আছে, সংস্কার আছে, যেটা প্রয়োজনীয় সংস্কার, যে সময় আছে সে সময়েই করা সম্ভব। কিন্তু জনগণকে আশ্বস্ত করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন— বিএনপি উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন অসীম, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কার্যনির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।
এসএ