একদিন পিছিয়ে দীর্ঘ চার মাস পর আগামী ৫ মে’র পরিবর্তে ৬ মে (মঙ্গলবার) দেশে ফিরছেন যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
শনিবার (৩ মে) রাত পৌনে ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন‘এর মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি মহাসচিবের নির্দেশে জানিয়েছেন, খালেদা জিয়া ৫ মে লন্ডন থেকে রওয়ানা হয়ে ৬ মে ঢাকা পৌঁছাবেন।
শায়রুল কবির আরও বলেন, কাতার আমিরের দেওয়া একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডন ত্যাগ করবেন এবং ৬ মে (মঙ্গলবার) বাংলাদেশ পৌঁছাবেন।
এর আগে, সন্ধ্যায় গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফিরবেন।
তিনি আরও বলেন, ৪ মাস পর আগামী ৫ মে লন্ডন থেকে দেশে ফিরছেন চেয়ারপারসন খালেদা জিয়া। আমরা যতদূর জানি যে, উনার সঙ্গে দুই বউমা (তারেক রহমানের স্ত্রী ড. জোবাইদা রহমান ও প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান) দেশে ফিরবেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এসএ