গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে একদিন আগেই আজ (১৩ ফেব্রুয়ারি) বাদ আছর পাকিস্তানের জিম্মাদার মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে দিল্লির মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে ।
ইজতেমা নিরপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসন, জিএমপি পুলিশ, গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকে পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হয়েছে। এ পর্বেও প্রায় ৭ হাজার পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক মুসুল্লিরা কয়েকস্তরে নিরাপত্তা রক্ষায় কাজ করবে। তবে, মহাসড়কে যাবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে না ।
ইতোমধ্যে ইজতেমা ময়দানে দেশ–বিদেশের মুসুল্লিরা এসে উপস্থিত হয়েছেন। এখনও অনেকেই আসছেন। কোন বিভ্রান্তিতে না থেকে সকল মুসুল্লীদের ইজতেমায় অংশগ্রহনের আহ্বান জানালেন শীর্ষ মুরুব্বীরা ।
এবছরের ইজতেমায় মাওলানা সাদ কান্দলভীর তিন ছেলে ভিসা জটিলা এবং বিশ্বের অন্য দেশের ইজতেমায় অংশগ্রহণের কারণে টঙ্গীতে আসার সম্ভবনা কম। মাওলানা সাদ কান্দলভী অনুসারীদের তিনদিনব্যাপী ইজতেমা শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলবে।
আল