এক লাফেই ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২৬৬ টাকা বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ দাম কার্যকর হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিইআরসি।
ফেব্রুয়ারি মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৮ টাকা। যা জানুয়ারি মাসে ছিল ১ হাজার ২৩২ টাকা। এ মাসে ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়িয়েছে সরকার। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম অর্থাৎ ৫৯১ টাকাই রয়েছে।
একইসঙ্গে বেড়েছে অটোগ্যাসের দামও। ফেব্রুয়ারি মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৯ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা জানুয়ারি মাসে ছিল ৫৭ টাকা ৪১ পয়সা ও ডিসেম্বরে ছিল ৬০ টাকা ৪১ পয়সা।
এফএম/দীপ্ত সংবাদ