দীর্ঘ এক যুগ পর আগামী মঙ্গলবার ( ১৮ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে যশোরের বেনাপোল পৌরসভা নির্বাচন। যা নিয়ে এখন উৎসবের আমেজ এই স্থলবন্দর এলাকাটিতে। এছাড়া প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছেে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায়।
এর আগে ২০০৬ সালে বেনাপোল ইউনিয়নের ১১টা গ্রাম নিয়ে বেনাপোল পৌরসভা গঠনের পর ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর সেখানে আর কোনো নির্বাচন হয়নি। সেই নির্বাচনে বর্তমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন মেয়র নির্বাচিত হয়েছিলেন। ২০১৬ সালের ১৩ জানুয়ারি তার মেয়াদ শেষ হলেও আর নির্বাচন হয়নি। মামলার কারণে প্রথম শ্রেণির এ পৌরসভার নির্বাচন আটকে যায়।
সব জটিলতা কাটিয়ে অবশেষে ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে লড়ছে দু‘জন স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী। এছাড়াও আছেন ৬২ জন কাউন্সিলর প্রার্থী।
ভোট ঘিরে এখন এলাকায় উৎসবমুখর পরিবেশ। প্রার্থী বাছাইয়ে বেশ সাবধানী ভোটাররা। ১২টি কেন্দ্রে শতভাগ ইভিএমের মাধ্যমে ৩০ হাজার ৩৮৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এ নির্বাচনে।
একই দিনে ভোট হবে পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভায়। ২০১৫ সালে পৌরসভায় উন্নীত হয় পিরোজপুরের ভান্ডারিয়া। ভান্ডারিয়াতেও ভোট হবে ইভিএমে। এখানে মোট ভোটার ২২ হাজার ৪১৫ জন।
আল / দীপ্ত সংবাদ