নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ।
সোমবার (১ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে সহজ জয় পেয়েছে টাইগাররা।
১০৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। পাওয়ার প্লেতে কাইল ক্লেইনের বলে এডওয়ার্ডসের হাতে ক্যাচ দিয়ে ইমন ফিরলে ভাঙে এই জুটি। ১ ছক্কা ও ৩ চারে ২১ বলে ২৩ রান করে ফেরেন পারভেজ।
এরপর অধিনায়ক লিটনকে সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন তানজিদ হাসান তামিম। এক পর্যায়ে ৩৯ বলে হাফ–সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি এই ওপেনার। ১৪তম ওভারের প্রথম বলেই বাউন্ডারি মেরে দলকে জেতান তামিম। ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকে বাঁহাতি এই ওপেনার, আরেক প্রান্তে লিটন অপরাজিত থাকেন ১৮ বলে ১৮ রান নিয়ে।
তানজিদ তামিম নিজের আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারের ৬ষ্ঠ হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন এদিন। লিটনের সাথে মিলে ৬৪ রানের জুটি গড়েন এই টাইগার ব্যাটার।
এর আগে, টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
শুরুটা খুব একটা ভালো করতে পারেনি তারা। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৪০ রান তুলতেই টপ–অর্ডারের ৩ ব্যাটারকে হারায় সফরকারী দল। টাইগার বোলারদের বোলিং তোপে ১৭ ওভার ৩ বলে মাত্র ১০৩ রানে অল আউট হয় নেদারল্যান্ডস।
এদিন ২২ গজে সুবিধা করতে পারেনি ডাচরা নেদারল্যান্ডসের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন আয়ান দত্ত। এছাড়া কেউই বড় স্কোর করতে পারেনি।
সংক্ষিপ্ত স্কোর—
নেদারল্যান্ডস: ১৭.৩ ওভারে ১০৩ (আরিয়ান দত্ত ৩০, বিক্রমজিৎ ২৪, শারিজ ১২; নাসুম ৩/২১, মোস্তাফিজ ২/১৮, তাসকিন ২/২২, তানজিম ১/১৬, মেহেদী ১/২৪)।
বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০৪/১ (তানজিদ ৫৪*, পারভেজ ২৩, লিটন ১৮*; ক্লাইন ১/২০)।
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসুম আহমেদ।
অভি/এসএ