দ্বিতীয় ম্যাচে শোচনীয় হারের মধ্য দিয়ে সিরিজ খোয়াল বাংলাদেশ। আফগানিস্তানের বোলারদের সামনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও এক ম্যাচ হাতে রেখেই অসহায় আত্মসমর্পন করেছে টাইগাররা।
শনিবার (৮ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪২ রানের বড় ব্যবধানে হেরেছে লিটন বাহিনী। আফগানদের বিপক্ষে এটি সর্বোচ্চ ব্যবধানে হার টাইগারদের। এর আগে বড় হারটি ছিল ২০১৮ সালের এশিয়া কাপে ১৩৬ রানে।
আফগানদের দেয়া ৩৩২ রান তাড়া করতে নেমে ৪৩.২ ওভারে ৯ উইকেট হারিয়ে টাইগারদের ইনিংস থামে ১৮৯ রানে। বোলিংয়ে সময় চোটে পড়ায় মাঠে নামা হয়নি শেষ ব্যাটার এবাদতের। বিশাল রান তাড়ায় নেমে লড়াই শুরুর আগেই হারের আভাস দেয় টাইগাররা। ৭২ রান তুলতেই প্রথম ৬ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
সপ্তম উইকেটে মুশফিকুরের সঙ্গে দলের হাল ধরেন মিরাজ। দুজনের ৮৭ রানের জুটিতে কিছুটা চাপমুক্ত হয় বাংলাদেশ। তবে ৪৮ বলে ২৫ রান করে মুজিবকে ওয়াইড লং অন দিয়ে ছক্কা হাঁকাতে গিয়ে রহমত শাহর হাতে ধরা পড়েন তিনি। অন্যদিকে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২৫০তম ম্যাচ খেলতে নেমে ৪৫তম ফিফটি তুলে নেন মুফফিক।ব্যক্তিগত ৬৯ রানের ইনিংস খেলে তিনি।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করে আফগানিস্তান। ওপেনিং জুটিতেই শক্ত ভিত গড়ে দেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তাদের জুটিতে আসে ২৫৬ রান যা আফগানদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি।
এসএ/ দীপ্ত নিউজ