রংপুর পীরগঞ্জে চলতি এইচএসসি পীরক্ষার প্রশ্নপত্র চুরি করে পাচারের চেষ্টাকালে পীরগঞ্জ মহাবিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রের ল্যাব এসিস্ট্যান্ট ও পিয়নকে আটক করে ২ বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) উপজেলার পীরগঞ্জ মহাবিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটেছে।
কেন্দ্র সচিব অধ্যক্ষ ছাদেকুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার পীরগঞ্জ মহাবিদ্যালয় কেন্দ্রে জীব বিজ্ঞান, পৌরনীতি ও পরিসংখ্যান বিষয়ের পরীক্ষা চলছিল। এই কেন্দ্রে পীরগঞ্জ মহিলা কলেজের ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন। পরীক্ষা চলাকালীন বেলা আনুমানিক ১১ টার দিকে ওই কলেজের ল্যাব এসিস্ট্যান্ট রাছেল (২৬) জীব বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র কেন্দ্র সচিবের কক্ষ থেকে কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হাতে নাতে আটক করা হয়।
তিনি আরও জানান,উপজেলা প্রশাসনকে বিষয়টি অবগত করেন পীরক্ষার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফিসার আলতাফ হোসেন। এদিকে প্রশ্নপত্র পাচারের কাজে সহায়তা করায় কলেজের পিয়ন রাকিবুল ইসলাম (২৬) কেও আটক করা হয়। পরিক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে সহকারী কমিশনার তকী ফয়সাল তালুকদার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে পাবলিক পরীক্ষা ১৯৮০ সালের ১৩ ধারায় ভ্রাম্যমান আদলত পরিচলানা করে প্রশ্নপত্র চুরি ও পাচারের কাজে জড়ীত থাকার অপরাধে দুইজনকেই ২ বছরের সাজা প্রদান করেন।
এসএ/দীপ্ত নিউজ