সারাদেশের ন্যায় আজ ফেনীতেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ১৩টি কেন্দ্রে প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় ফেনীতে ৬৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেনি।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার বদরুদ্দোজা টিপু জানান, ফেনীতে এইচএসসি পরীক্ষায় ১৩টি কেন্দ্রে ১০ হাজার ৩৩৪ জন পরীক্ষার্থীর মাঝে অংশ নেয় ১০ হাজার ২৭১ জন।
অনুপস্থিত ছিলো ৬৩ জন শিক্ষার্থী। কি কারণে তারা পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত ছিলো এ বিষয়ে কোন তথ্য জানা যায় নি।
ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার বলেন, পরীক্ষা চলাকালে কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা ও লাল পতাকা উত্তোলন করা হয়। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিলো।
এসএ/দীপ্ত নিউজ