ভুটান নারী ফুটবল লিগে বাংলাদেশের ফুটবলারদের দাপট অব্যাহত। একতরফা ম্যাচে সাবিনা খাতুন ও ঋতুপর্ণা চাকমার ডাবল হ্যাটট্রিকে, পারো এফসি ২২–০ গোলে বিধ্বস্ত করেছে ফুটসিলিং এফসিকে।
ম্যাচজুড়ে দারুণ ছন্দে থাকা সাবিনা খাতুন একাই করেছেন সাত গোল। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ছয় গোল করেছেন ঋতুপর্ণা চাকমা। সুমাইয়া চারটি ও মনিকা করেন দুটি গোল। প্রথমার্ধেই ১১–০ ব্যবধানে এগিয়ে ছিলো পারো এফসি। বিরতির পর বাকি এগারোটি গোল।
ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ নারী দলে অধিনায়ক সাবিনা খাতুন। টানা দুর্দান্ত পারফরম্যান্সে চলতি লিগে তার গোল সংখ্যা ২০। এর আগে পারো এফসির সবশেষ ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছিলেন আরেক বাংলাদেশি ফুটবলার সুমাইয়া।