জামালপুরের বকশিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের ভিডিও ধারণ ও তথ্য নিতে বাঁধা প্রদানের অভিযোগ, নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হোসনার ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফরোজা আক্তারের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে ৯টার দিকে বকশিগঞ্জের নিলাক্ষিয়া ইউনিয়নের নিলাক্ষিয়া পাবলিক কলেজ বকশিগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আলাদা দুটি কেন্দ্রে তথ্য সংগ্রহের জন্য এনটিভির প্রতিনিধি আসমাউল আসিফ, ক্যামেরা পার্সন শফিকুল ইসলাম প্রিজাইটিং অফিসারের অনুমতি নিযে কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় এসিল্যান্ড হঠাৎ উত্তেজিত হয়ে বলতে থাকে সাংবাদিকরা কোন ছবি ফুটেজ তুলতে পারবে না। তিনি ভোট কেন্দ্রের বাইরে থেকে ছবি তুলতে ও ফুটেজ নিতে বলেন। হঠাৎ উত্তেজিত হয়ে বের হয়ে যেতে বলেন এবং আইন প্রয়োগ করার হুমকি দেন।
অপর দিকে উপজেলার নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফরোজা আক্তার ডিবিসি নিউজ টিভির ক্যামেরা পার্সন কে ভিডিও ধারণ ও তথ্য সংগ্রহে বাঁধা দেন।
এ সময় দীপ্ত টিভির সাংবাদিক তানভীর আহমেদ সরাসরি টিভিতে তথ্য সর্বরাহের পর তার কাছে জানতে চাইলে বাকবিতন্ডায় শুরু করে বলেন আপনার জামালপুর জেলা থেকে উপজেলায় আসলে স্থানীর প্রেসক্লাবের অনুমতি নিয়ে তারপর আমাদের কাছে আসতে হবে। আপনার ভোট কেন্দ্রে যেতে পারবেন না। পরে জেলা প্রশাসক শফিউর ইসলামকে জানানো হলে বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেন।
হীরা /আল/ দীপ্ত সংবাদ