মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের প্রচার শেষ হচ্ছে মধ্যরাতে

 

মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের প্রচারপ্রচারণা। বৈশাখের খরতাপেও শেষ সময়ের প্রচারণায় ক্লান্তিহীন ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা।

বিরামহীন প্রচারে প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। মিছিল, উঠান বৈঠক ও লিফলেট বিতরণসহ জমজমাট প্রচারণা চলছে উপজেলাগুলোতে।

নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা। সব রাজনৈতিক দল অংশ না নেয়ায় সাধারণ ভোটারদের মাঝে রয়েছে দ্বিধা।

এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন বর্জন করায় মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের মধ্যেই। এদিকে দলীয় নির্দেশ অমান্য করে প্রথম ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় ৭০ জনেরও বেশি নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট ৮ মে। এরপর ২৩ ও ২৯ মে দ্বিতীয় ও তৃতীয় ধাপ এবং ৫ জুন হবে শেষ ধাপের ভোট।

 

এসএ/দীপ্ত সংবাদ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More