কাজ শেষে উদ্বোধনের অপেক্ষায় দেশের নতুন তিনটি রেললাইন প্রকল্প। আগামীকাল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প ঘিরে ২৬ কিলোমিটার রেললাইনসহ ঢাকা ও আখাউড়া-লাকসামে মোট তিনটি প্রকল্পে ৭০ কিলোমিটার রেললাইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যাত্রী ও পণ্য পরিবহনে সাশ্রয়ী গণপরিবহন হিসেবে বিশ্বজুড়ে সমাদৃত রেল যোগাযোগ ব্যবস্থা। তাই বর্তমান সরকার রেল ব্যবস্থা উন্নত করতে এক লাখ কোটি টাকার বেশি খরচে প্রায় ৪০টি প্রকল্প বাস্তবায়ন করছে।
বৃহস্পতিবার এমন তিনটি প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্যে রয়েছে ঈশ্বরদী-রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পর্যন্ত রেললাইন, লাকসাম-আখাউড়া ডাবল লাইন ও কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ডাবল লাইন প্রকল্প।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মালামাল ছাড়াও এই অঞ্চলের মানুষ কম সময়ে যাতায়াত ও পণ্য বহন করতে পারবে। এই প্রকল্পে খরচ হচ্ছে ৩৩৬ কোটি টাকা। নতুন রেলপথের দৈর্ঘ্য ২৬ কিলোমিটার। আছে রূপপুর নামে নতুন একটি স্টেশনও।
সারাদেশের রেল যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি করিডোর টঙ্গী-জয়দেবপুর। ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত ৪২ কিলোমিটারের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ১২ কিলোমিটার ডাবল রেললাইনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এক হাজার ৩০০ কোটি টাকা খরচে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প।
কয়েক দফা মেয়াদ বেড়েছে ‘আখাউড়া-লাকসাম পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ’ প্রকল্পটির। ৭২ কিলোমিটার রেলপথের মধ্যে ৩২ কিলোমিটারের কাজ শেষ হওয়ায় এই রেলপথও উদ্বোধন হচ্ছে বৃহস্পতিবার। প্রায় ৬ হাজার ৫০৫ কোটি টাকা খরচে বাস্তবায়ন হচ্ছে এই প্রকল্প।