উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই ওয়ানডে বিশ্বকাপের আয়োজন দেখতে যাচ্ছে ক্রিকেট ভক্তরা।
আগামীকাল বুধবার (৪ অক্টোবর) জমকালো উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি নিয়েছিল, প্রথমবারের মতো এককভাবে বিশ্ব আসরের আয়োজক ভারত। কিন্তু কোনো এক অজানা কারণে পুরো আয়োজনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, ধুন্ধুমার নাচ গানের পাশাপাশি চোখ ধাঁধানো লেজার শো‘র মাধ্যমে বিশ্বকাপের জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করতে থাকা আয়োজকদের কাজে হঠাৎ ভাটা পরে। ভারতীয় গণমাধ্যমে খবর, এবারের ১৩তম বিশ্ব আসরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান করতে চাচ্ছে না বিসিসিআই।
গেলো আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতানো তামান্না ভাটিয়া আর অরিজিৎ সিং সহ আশা ভোঁসলে আর শ্রেয়া ঘোষালের স্পেশাল ডুয়েট হওয়ার কথা ছিলো এবার। সেইসাথে সংগীত পরিচালক শঙ্কর মহাদেভানেরও কথা ছিলো পারফর্ম করার। পাশাপাশি বিশ্বকাপের থিম সংয়ের সাথে অংশ নেয়ার করার কথা ছিল বলিউডের পাওয়ার হাউজখ্যাত রণবীর সিংয়ের। তবে তা সবটাই এখন মাটি।
বাংলাদেশ সময় বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাতটায় উদ্বোধনী অনুষ্ঠান শুরুর কথা ছিল। পাশাপাশি সবচেয়ে বড় ইভেন্ট ক্যাপ্টেন্স ডে‘র দিকেও আগ্রহ ছিলো সবার। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বাতিল হলো এটিও।
তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সবশেষ তথ্য, আগামী ১৫ অক্টোবর ভারত–পাকিস্তান ম্যাচের আগে কিছু আয়োজন রয়েছে।
এসএ/দীপ্ত নিউজ