ফেনীর ছাগলনাইয়ার ফুলছড়ি খাল থেকে উদ্ধার করা ভারতীয় নাগরিক আশীষ বৈদ্যের (৪০) লাশ ময়নাতদন্তের পর হস্তান্তর করা হয়েছে। আশীষ বৈদ্য ভারতের ত্রিপুরা রাজ্যের নিলুয়া ইউনিয়নের সাধন বৈদ্যের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যায় পরশুরামের বিলোনিয়া স্থলবন্দরে উভয় দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও স্বজনদের উপস্থিতিতে লাশটি বুঝিয়ে দেয়া হয়েছে।
ওসি আরো জানান, এ ঘটনায় ছাগলনাইয়া থানার এসআই রমজান আলী বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। নিখোঁজের একদিন পর গত বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে সীমান্তের শূন্যরেখায় আশীষ নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
এর আগে, সাইকেল মেকানিকস আশীষ বুধবার (২৬ জুলাই) নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের নিয়মিত টহল দেয়ার সময় সীমান্তের শূন্যরেখায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। পরবর্তীতে বিজিবি ছাগলনাইয় থানা পুলিশকে খবর দেয়। মৃত ব্যক্তিকে সনাক্ত করেন আশীষ বৈদ্যের ভাই ভূট্ট বৈদ্য।
শায়লা/ দীপ্ত নিউজ